গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
আজ সোমবার (২০ ফেব্রুয়ারী ২০২৩) তারিখ দুপুর ০১ টায় স্টেশন রোড ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ মোঃ মোজাফফর আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনোয়ারুল হক রিপন, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল আওয়াল মিন্টু এত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল খালেক।
আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম, সদস্য বজলুল রহমান খান সহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।