বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

টেকনাফ হোয়াইক্যংরে বাদশা মেম্বার কে ৩০,০০০ ইয়াবাসহ গ্রেফতার, অবরোধ করছে মাদক কারবারিরা!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

টেকনাফ হোয়াইক্যংরে বাদশা মেম্বার কে ৩০,০০০ ইয়াবাসহ গ্রেফতার, অবরোধ করছে মাদক কারবারিরা!

 

উখিয়া প্রতিনিধি মোঃজাহাঙ্গীর আলম
টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন’র বাদশা মেম্বারকে ইয়াবাসহ গ্রেফতার করেছে কক্সবাজারে কর্মরত ডিএনসি সদস্যরা। মেম্বার আটক হওয়ার পর থেকে হোয়াইক্যং ইউপির সাধারন জনতার মাঝে দেখা দিয়েছে মিশ্র-প্রতিক্ষিয়া। চলছে আলোচনা-সমালোচনা।

অনেকেই বলছে মাদকপাচার ও মাদক কারবারে জড়িত অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মেম্বার বাদশা মিয়া।

তিনি বিভিন্ন সভা-সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিতেন এবং অত্র এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাইতেন। সেই প্রতিবাদী ও যুবলীগ নেতা বাদশা মিয়া মেম্বারকে ইয়াবাসহ আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশ্বাস করতে পারছিনা।

নাম প্রকাশে অনিশ্চুক বেশ কয়েক জন ব্যাক্তি মুঠোফোনে জানিয়েছেন মেম্বার বাদশা মিয়া এবং তার পরিবারের বেশ কয়েক জন সদস্য মাদক কারবারে জড়িত রয়েছে।

এদিকে মেম্বারকে আটক করে নিয়ে যাওয়ার সময় র‍্যাবের একটি টহল দলের ওপর হামলা চালিয়েছে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে তার অনুসারীরা।

 

৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোয়াইক্যং’র নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক বাদশা মিয়া হোয়াইক্যং ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

কক্সবাজার ডিএনসি অফিস সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত বাদশা মেম্বার’র কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার চালানটির গণনা চলছে। তবে ইয়াবার পরিমান ৩০ হাজার হবে বলে ধারনা করছেন তারা এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে র‌্যাব-পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সহকারী পরিচালক রুহুল আমিন জানান, সন্ধ্যায় মেম্বারের বাড়ি থেকে আনুমানিক ৩০ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। ফেরার পথে হামলার শিকার হয়েছে অভিযানিক দল। মাদক কারবারিরা ওই সড়ক দিয়ে যাওয়ার পথে র‍্যাবের টহল গাড়িতেও হামলা ও ভাংচুর চালিয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাশ জানান, অভিযান ছিল ডিএনসির। ওই অভিযানের জেরে তাদের সিপিসি-১’র টহল দলের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুর করে আটক অপরাধীর অনুসারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ঘটনাস্থলের দিকে অতিরিক্ত ফোর্স নিয়ে রওনা হয়েছেন বলেও জানান তিনি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান,
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।