সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

কেশবপুরে বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩ খেলা অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা শ্লোগান কে সামনে রেখে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাতে কেশবপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৪ দলের নকআউট ভিত্তিতে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা ক্রীড়া সংস্থা চাম্পিয়ান এবং কেশবপুর পৌরসভা রানারআপ হয়েছেন।

কেশবপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আজিজুর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম। রেফারির দায়িত্ব পালন করেন ইমরান খান কারি ও আল আমীন।
ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৪টি দলের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থা, কেশবপুর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টিটিসি দল অংশগ্রহণ করেন। উক্ত খেলায় উপজেলা ক্রীড়া সংস্থা চাম্পিয়ান এবং কেশবপুর পৌরসভা রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পরুস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অনুপ কুমার সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান, মোঃ সাহিদুল ইসলাম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক কে এম শহীদ আনোয়ার জুয়েল, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি ও আজকের কালের চিত্র পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান শামীম আখতার মুকুল, উপ-পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ, জয় ব্যানার্জি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম রিপন, সাংবাদিক কামরুজ্জামান রাজু।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ব্যাডমিন্টন খেলা উপভোগ করেন।