মো.শাহ আলম ভূঁইয়াঃ(বিশেষ প্রতিনিধি)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে শাহরাস্তি যুব ও ক্রিড়া সংসদ (শাযুকস) ব্যতিক্রমধর্মী আয়োজন হাতে নিয়েছেন।দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় যুবকদের নিয়ে প্রীতি ক্রিকেট খেলা পরিচালনা করা হয়।
২৩শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদিন
উপজেলার বিভিন্ন প্রান্তেই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পূর্বেই খেলোয়ারদের উদ্দেশ্যে শাযুকস এর নেতৃবৃন্দরা আলোচনা রাখেন।
নেতৃবৃন্দরা বলেন খেলাধুলার মাধ্যমে ভাষা দিবসের অঙ্গীকার হবে মাদক মুক্ত, যৌতুক মুক্ত ও অশ্লীলতা মুক্ত একটি সুন্দর সমাজ উপহার দেওয়া। অধিকাংশ যুব সমাজ আজ নেশার জগতে নিমজ্জিত। মাদককে না বলতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
শাহরাস্তি যুব ও ক্রিড়া সংসদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী সমাজ সেবক মো.মোস্তফা কামাল,উপদেষ্টা বিশিষ্ট ক্রিড়া সংগঠক মাসুদ আলম পাইলট, উপদেষ্টা ডা.জাকির হোসেন,শাযুকস সভাপতি মো.জাকির হোসাইন, সম্পাদক আহসান হাবীব পাটোয়ারী,ইউনিয়ন শাখা দায়িত্বশীল মো.মোরশেদ আলম ভূঁইয়া, মোল্লা হাবীব উল্যাহ সহ আরো অনেকেই এই কর্মসূচি পরিচালনা করেন।
শেষে বিজয়ী খেলোয়াড় সহ সকল খেলোয়াড়দের পুরষ্কার বিতরনের মাধ্যমেই এই কর্মসূচি সমাপ্ত হয়।