মোঃ মামুন হোসাইন ।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী জেলায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মৎস্যজীবী কেন্দ্রীয় কমিটির অনুমিতে পটুয়াখালী ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন মাঠে বড় চৌরাস্তা সংলগ্ন মৎস্যজীবী লীগের সম্মেলন করার জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়ায়।
পটুয়াখালীতে আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি -বার্ষিকী সম্মেলন উদ্বোধন করেন, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড,আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরি কমিটির সভাপতি মোঃ সাইফুল আলম মানিক,এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, পটুয়াখালী জেলা শাখা, আরো উপস্থিত ছিলেন মোঃ ইউনুছ সহসভাপতি (ভিবাগীয় প্রধান) বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ,মোঃ মাসুদ করিম মিঠু, বন ও পরিবেশ বিষায়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ।পটুয়াখালী মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান ।
এসময় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড, আফজাল হোসেন বলেন। মৎস্যজীবী লীগ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সারা বাংলাদেশে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্য এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলা মৎস্যজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করে আওয়ামী মৎস্যজীবী লীগ আরও তৎপর হয়ে এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।
মৎস্যজীবী লীগের সভাপতি বলেন, সারা বাংলাদেশে ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে অধিকাংশ উপজেলার কমিটি করা হয়েছে। জাতীয় সম্মেলনের আগে বাকিগুলো সম্পন্ন হবে।বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সায়ীদুর রহমান ও কার্যকারী সভাপতি মোঃ সাইফুল আলম মানিক এর ঘোষণায় কয়েক জনের নাম উল্লেখ করেন, আওয়ামী মৎস্যজীবী লীগের পটুয়াখালী জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন ও জিয়াউর রহমান জুয়েলকে
সহ-সভাপতি এবং আঃ জব্বার কে সহ-সভাপতি ও ডাঃ ফজলুল ইসলাম বিশ্বাস সহ-সভাপতি পদে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল করিম ফোরকান, মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক মোঃ নুর ইসলাম তালুকদার হিরু,খাদ্য সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মাষ্টার কে করে কমিটির অনুমোদন দেন।
আগামী এক মাসের মধ্যে পূণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। উক্ত এি- বার্ষিক সম্মেলনে
মৎস্যজীবী সহ অন্যান্য সংগঠনের শত শত নেতা কর্মী ও সাধারন মানুষ ছুটে এসে সম্মেলন কে সাফল্য মন্ডিত করেন।