মোঃ এমরান,
বান্দরবান,
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে। এতে উক্যনু মার্মা কে সভাপতি ও রেবেকা সুলতানাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে অন্য পদেরা হলেন,সহ সভাপতি সইততি ত্রিপুরা ও আমেনা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক মার্গাবেট ত্রিপুরা ও টুম্পা ম্রো, সাংগঠনিক সম্পাদক শিরীন আক্তার ও আনু মে মার্মা এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রত্না রানী ধর। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের লামা উপজেলা শাখা সভাপতি ফাতেমা পারুল ও সাধারণ সম্পাদক শ্যামলী বিশ্বাস গঠিত কমিটির অনুমোদন দেন।
শুক্রবার বিকেলে গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কমিটি গঠন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপাতি মিল্কী রানী দাশ প্রমুখ অতিথি ছিলেন।
কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ফাতেমা পারুল বলেন, আগামী এক মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটি বরাবরের প্রেরণের শর্তে অনুমোদন দেয়া হয়েছে।