নিজস্ব প্রতিবেদক,
চলো ফিরে যাই স্কুল জীবনে স্লোগানে
মুন্সীগঞ্জ শ্রীনগরে ভাগ্যকুলে হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ব্যাচ -১৯৯০ ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের মাঠে পূর্নমিলণী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি ২০২৩ইং(১১ই ফাগুন ১৪২৯বাংলা রোজ শুক্রবার এস.এস.সি ব্যাচ -১৯৯০বন্ধু মহলের আহবায়ক এডভোকেট মোঃ রফিকুল আমীন খান ও আব্দুল বাতেন এর সহযোগীতায় আযোজনে সারাদিন ব্যাপি মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব,মোঃ আব্দুল হাকিম শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক
শিক্ষক , তুলসী চন্দ্র ঘোষ, মু. আমিনুল ইসলাম ও আবু তাহের ফারকীকে সম্মাননা প্রদান করা হয়৷আরো উপস্থিত ছিলেন, ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির অভিভাবক সদস্য মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার, গভর্নিং বডির অভিভাবক সদস্য, আব্দুর রশিদ হাওলাদার, গর্ভনিং বডির দাতা সদস্য মামুন কবীর,গর্ভনিং বডির সাবেক সভাপতি মনির হোসেন মিটুল, গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য,মোঃ রুহুল আমিন খান,ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জি,এম খালিদ,আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা প্রেসকারের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মোঃ তারিকুল ইসলাম, মোতাহার হোসেন ও মুজিব রহমান৷ আয়োজকদের মধ্যে ছিলেন এটিএম মাসুদ, শহিদুল ইসলাম, সরদার ইমদাদুল হক মিলন, খান মোঃ তোহা, দুলাল পাল, শ্যামল সাহা, রতন সাহা, অমল বর্মন, মনিরুজ্জামান রিপন, মোঃ কামরুজ্জামান, চঞ্চল, মোঃ দুলাল, মোঃ আলাউদ্দিন, মোঃ সেলিম, মহিউদ্দিন, ফারহানা ফেরদৌসী, প্রমিলা দেবনাথ, নিহার আক্তারসহ প্রায় ৫০ জন প্রাক্তণ শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য৷ অংশগ্রহণকারী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়৷ শিক্ষকমণ্ডলী স্মৃতিচারণ করেন৷ মুজিব রহমাণ কবর কবিতা আবৃত্তি করেন৷ আবু সাইদ তালুকদার ও ববিতা রানী সংগীত পরিবেশন করেন৷ প্রাক্তণ শিক্ষার্থীদের সন্তানরা সংগীত পরিবেশন ও আবৃত্তি করেন৷ মেয়ে শিক্ষার্থীরা চেয়ার সাটিংএ অংশ নেন৷ পূর্নমিলণী ছিল আকর্ষণীয় খেলা গান ছড়া আবৃতি নৃত্য তার সাথে ছিল নানা ধরনের খাবার আয়োজন,শেষে সকল বন্ধুমহলের মাঝে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়