এম এ মুছা, পটিয়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাপলা কুড়িঁ সমাজ কল্যাণ সংস্থা ও মেয়রের নিজস্ব অর্থায়নে এই মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়,
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬ষ্ঠ শ্রেণির ২৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় হল পরিদর্শন করেন মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা,লেখক ও গবেষক আহমেদ কবীর। এসময় আরো উপস্থিত ছিলেন কামরুল হাসান বাবু, সংস্থার পরিচালক রওশনগীর আমিরী, শহিদুল ইসলাম জুলু, আব্দুল করিম, দাউদুজ্জামান আজাদ, সৈয়দ তালুকদার, আব্দুল মান্নান, শাহ এমদাদুল করিম, শাপলা কুড়ি আসরের সভাপতি নাঈম উদ্দিন, মীর এরশাদুর রহমান, আবু সাঈদ তালুকদার খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, আরাফাত হোসেন, জহিরুল ইসলাম, তানসীব, ফারদিন,ফাহাদ,খোরশেদুল আলমসহ প্রমুখ।