নিজস্ব প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন রংপুর জেলা মহিলা আওয়ামী লীগ। প্রসঙ্গত,১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন।
২৭ ফেব্রুয়ারী সোমবার দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতান চৈতী’র সঞ্চলনায় মর্তুজা মনসুরে সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল,জয়নাল আবেদীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।