বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

খাগড়াছড়ির সদর উপজেলা ও পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত!

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

খাগড়াছড়ির সদর উপজেলা ও পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত!

মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি প্রতিনিধি ::

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি জামায়াতে দেশব্যাপী বিএনপি জামায়াতে দেশ বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমাবাজি, নৈরাজ্য তান্ডব এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

নানা আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ির সদর উপজেলা ও পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর ) ১১ টায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের আয়োজন করে সংগঠনটি।

“কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” এই স্লোগানে আয়োজিত কাউন্সিলের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এড.উম্মে হাবিবা কেন্দ্রীয় কৃষকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উদ্বোধ করেন।
সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃজালাল হোসেন ‘র সভাপতিত্বে,

প্রধান অতিথি ছিলেন – বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স ও সভাপতি খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ,

বিশেষ অতিথি ছিলেন -জেলা আওয়ামীলীগের সহসভাপতি কল্যান মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন দে, সদস্য শামীম চৌধুরী, এড.নুরুল্লাহ্ হিরো,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস,পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ, জেলা কৃষিলীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, খাগড়াছড়ি জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক টারজান বড়ূয়া, সদস্য সচিব খোকন চাকমা।

প্রধান অতিথি বলেন- আওয়ামী লীগ চ্যাালেঞ্জ মোকাবেলা করে এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের ফিরিস্তির কথা তুলে ধরে আওয়ামী লীগের সময়ে বাংলাদেশের উন্নয়নের ফলে জনগণের মনে আওয়ামী লীগ স্থান করে নিয়েছে বলেন,সামনে নির্বাচন সবাই মিলে আগামী নির্বাচনে খাগড়াছড়ি আসনটি প্রধানমন্ত্রী কে উপহার দিবো।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়, এড.উম্মে হাবিবা,বিজয় দের নাম ঘোষণা করেন,সদর উপজেলা কৃষক লীগের সভাপতি পদে এস.এম.খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বাবু চন্দন ত্রিপুরা,পৌর কৃষকলীগের সভাপতি -বাবু স্বপ্ন কুমার দে,সিনিয়র সহ সভাপতি মোঃজয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক বাবু সুশীল মার্মা,আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।