লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি)’র ফলাফলে মদাতী ইউনিয়ন দিঘী রায়ের অর্জন টেলেন্টপুলে বৃত্তি।
এই মেধাবীর বাবা সুদর্শন রায় ব্যবসায়ী ও মাতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সে চামটা শিশু নিকেতনের ছাত্রী।
মেয়ের অর্জিত সাফল্যর খবরে তারা দুজনেই খুশী।
দিঘী রায় বরাবরই প্রত্যেক শ্রেনীতে প্রথম স্থান অধিকার করে আসছিল। ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে দিঘী রায়।সে সকলের নিকট আশীর্বাদ প্রার্থী।