মানবাধিকার দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণ চন্দ্র দাস!
মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-
আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
দিবসটি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র দাস। তিনি বলেন, নারী, শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সব নাগরিকের মানবাধিকার রক্ষায় সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হওয়ার পর থেকে প্রতিবছর এইদিন ‘বিশ্ব মানবাধিকার দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
আমরা যুদ্ধে বিশ্বাসী না। শান্তি চাই, মানব অধিকার লংঘনকারীদের বিরুদ্ধে লড়াই করতে চাই।