মোঃরিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি: “ আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্যে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয় র্যালিতে থাকা অংশগ্রহনকারীরা।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতারের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীমা কোম্পানীর প্রতিনিধিগণ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কার্নিজ, নির্বাচন অফিসার আব্দুর রহিম, আনসার ভিডিপি অফিসার কল্পনা রানী,যুব উন্নয়ন সহকারী অফিসার হাবীব মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বীমা কোম্পানীগুলোর মধ্যে জীবন বীমা কর্পোরেশন, প্রগতি লাইফ ইন্সুরেন্স,পপুলার লাইফ ইন্সুরেন্স, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স এর প্রতিনিধি ও গ্রাহকগণ র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।