মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

রংপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালিত!

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ স্লোগান নিয়ে রংপুর সদর উপজেলার প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিপি) এর সহোযোগীতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাত রংপুর সদর, রংপুর বাস্তবায়নে পহেলা মার্চ সকাল ১০:০০.ঘটিকায় রংপুর সদর উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনী-২৩ এর উদ্ভোধনী/সমাপনি ও পুরুস্কাে বিতারণ অনুষ্ঠানিত হয়।

উক্ত অনুষ্ঠানে রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ  নুর নাহার বেগমের সভাপত্তিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার চেয়ারম্যান মোছাঃ নাছিমা জামান ববি, আরো উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদার রহমান লিমন, রংপুর সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ কাজলী বেগম, রংপুর ডেইলি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমান মিলন, রংপুর ডেইলি ফার্মস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম ও নেতৃবৃন্দু।

প্রাণী সম্পদ সেবা সপ্তাহ – ২৩ মেলায় অংশগ্রহণ এ.আর. এগ্রো, এসএমএস ফিডস্ লিমিটেড, রংপুর এনিমেল রেস্কিউ এন্ড এডপশম নেটওঢার্ক, আবু সায়েম, কাপ্টেন গ্রুপ, কৃষিবাজার, মোঃ হাসানুজ্জামান, আরিফুল ইসলাম, মোঃ খাইরুল বাসার ফুয়াদ,মোঃ বর্ষা খাতুন, অপসোনিন ফার্মা লিমিটেড এগ্রোভেট ডিভিশন, জেনট্রি ফার্মা সিউটিক্যালস্ লিমিটেড, ইথিক্যাল ড্রাগস লিমিটেড, ডক্টর এগ্রো ভেট লিমিটেড,আল মদিনা ফার্ম্পাসিউটিক্যালস্ লিমেটেড, বোনাফাইড এগ্রো ভেট লিমিটেড, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, রেনাটা এ্যানিমেল হেলথ ডিভিশন ও স্কয়ার ফার্মাসিউটি ক্যালর্স লিমেটেড, এগ্রোভেট ডিভিশন।

অনুষ্ঠান শেষে ৯৫ জন পরিবারকে ২টি ভেড়া, ২ টি করে ট্রিন, ৪ টি করে  পিলার দেওয়া হয়।