মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \পাইকগাছা পৌরসভা ও তারুণ্য পাইকগাছা আয়োজিত র্যাফেল ড্র এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন এবং উপজেলা পাবলিক লাইব্রেরীর উন্নয়নকল্পে ১৩ দিন ব্যাপি বই মেলা সহ র্যাফেল ড্র এর আয়োজন করা হয়। বুধবার রাতে পৌরসভা মাঠে শত শত
মানুষের উপস্থিতিতে র্যাফেল ড্র এর কার্যক্রম সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, এসএম তৈয়েবুর রহমান, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী বজলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, নিসচা সহ-সভাপতি ইলিয়াস হোসেন,
যুবলীগনেতা আব্দুল হালিম, নাজমা কামাল, জুলি শেখ, আল ইদ্রিস, মৃতুঞ্জয় সরদার, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন মাজহারুল ইসলাম মিথুন প্রমুখ।
র্যাফেল ড্র’তে মোট ১০০টি পুরস্কার প্রদান করা হয়। যার মধ্যে প্রথম পুরস্কার ১শ সিসি মটর সাইকেল পেয়েছেন চেঁচুয়া গ্রামের ফিরোজ শেখ, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ পেয়েছেন তোকিয়া গ্রামের আব্দুল হামিদ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি পেয়েছেন বাতিখালী গ্রামের তরুণ কান্তি বৈরাগী।