♦চট্টগ্রাম সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন!
মোহাম্মদ গিয়াস উদ্দিন
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই স্লোগানকে সামনে রেখে আনকাকভুক্ত দেশ হিসেবে সারা দেশের ন্যায় সাতকানিয়ায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগীতায় ২০ তম আন্ত—র্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভার আয়োজন করা হয়। ৯ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাতকানিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড: জাহেদ হোসেন সিকদরের সভাপতিত্বে ও সদস্য সচিব হোছাইন মারুফ ইমতিয়াজের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমন আরা বেগম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী, সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মিজানুর রহমান ফয়সাল, তথ্য আপা কর্মকর্তা আয়শা খাতুন, সাংবাদিক খোকনসহ বিভিন্ন দপ্তর ও এনজিও সংস্থার কর্তকর্তা-কর্মচারীবৃন্দ। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশ ২০০৭ সাল থেকে সংস্থাটির সদস্য। তবে আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন শুরু করে ২০১৭ সাল থেকে।