মোঃ হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া আদর্শ মহিলা কলেজের নবীন বরণ ও কৃতি-ছাত্রীদের সংবর্ধনা শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। হাতিয়া আদর্শ মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়েশা ফেরদাউস এমপি ( আয়েশা আলী)। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন, মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ এনামুল হক, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ কেফায়েত উল্লাহ্, হাতিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম ওবায়েদ উল্লাহ বিপ্লব এবং হাতিয়া দ্বীপ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ তোফায়েল হোসেন । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইমামুল হোসেন ফারুক। অনুষ্ঠানের প্রধান অতিথি আয়েশা ফেরদাউস এমপি জিপিএ ফাইভ প্রাপ্ত ৩৫ জন কৃতি শিক্ষার্থী কে ২ হাজার টাকা করে ৭০ হাজার টাকার প্রাইজবন্ড প্রদান করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের ছাত্রী উম্মে জাহান, নিশাত মিম, প্রভাষক বাবুল চন্দ্র দাস, সহকারী অধ্যাপক মোকাররম বিল্লাহ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোকাররম বিল্লাহ সাহাদাত । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরে বিভিন্ন পেশার মানুষ, অভিভাবক ও ছাত্রীরা সহ প্রায় তিন হাজার লোকের মাঝে বিরানির প্যাকেট বিতরণ করা হয়।