ঝিকরগাছা শংকরপুরে আ.লীগ নেতার স্বরণে আলোচনা ও দোয়া মহফিল!
যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আহবায়ক মুনছুর আলীর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ই ডিসেম্বর) বিকালে শংকরপুর ফেরিঘাট বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে ফেরীঘাট চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অধ্যাপক কামরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম পশারীর পরিচালনায়
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁকড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কামরুজ্জামান,ঝিকরগাছা উপজেলা যুবলীগের অন্যতম নেতা পিয়াস উদ্দিন আহমেদ,ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যাতম নেতা আলীমুল মেধা,ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতা জাহান আলী,ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাধারন সম্পাদক মাষ্টার আদম শফিউল্লাহ,, আ. লীগ নেতা নাজমুস সাদাত, আ. লীগ নেতা মহাসীন আলী মেম্বর, অজিয়ার মেম্বর, আসাদুল ইসলাম মেম্বর,খলিলুর রহমান,যুবলীগ নেতা হুমায়ুন কবির, ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক জাহিদ হাসান পলাশ ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিব্বির আহমেদ শাহীন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহাঙ্গীর আলম,সাংবাদিক আবু সাঈদ সহ আওয়ামী লীগ তার দলীয় অঙ্গ সংগঠনের
নেতৃবৃন্দ।