আবারো বারদী বাজারে আগুন ৩০ লাখ টাকার মালামাল ক্ষতি!
মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-
সোনারগাঁ উপজেলার বারদী বাজারে আগুনে টেক্সটাইল মিলসহ মুসলিম সুইট এর নামের মিস্টির দোকানের কারখানা ভূষ্মিভূত হয়েছে। সোমবার রাত সোয়া ১২ টায় সময় উপজেলার বারদী বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ সুজন কুমার হালদার।
অহিদ টেক্সটাইল মিলের মালিক আজিজুল ইসলাম জানান, সোমবার রাত সোয়া ১২ টার দিকে বারদী বাজার মার্কাস মসজিদের মাইকে শুনতে পাই বাজারে আগুন লাগছে, এ কথা শুনে বাজারে এসে দেখি আমার মিলে আগুন, সাথে সাথে সোনারগাঁ ফায়ার সার্ভিসের খবর দেয়া হয়। আগুনে টেক্সটাইল মিলের মার্কিন কাপড়, সুতা, টেক্সটাইল মেশিনারি পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ সুজন কুমার হালদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।