হাতিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি, ৫ হোটেলে ১৬ হাজার টাকা জরিমানা!
মোঃ হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া উপজেলা প্রতিনিধি
হাতিয়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় পাঁচ হোটেল-রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) মোঃ গোলাম সরওয়ার।অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় হোটেল আলআমিন ৪০০০ টাকা, বিসমিল্লাহ হোটেল ৩০০০ টাকা ঢাকা হোটেল ৪০০০ টাকা, সৈকত হোটেল ২০০০ টাকা, এবং বাগেরহাট চাইনিজ এন্ড রেস্টুরেন্ট ৩০০০ টাকা
বাহিরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন হচ্ছিল।
এসম য় পঁচা বাসি ও দুর্গন্ধযুক্ত খাবার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (খ) ধারা অনুযায়ী পাঁচ খাবার হোটেল ব্যবসায়ীর ১৬ হাজার টাকা জরিমানা করেন। এ সময় স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।