হাটহাজারী ডিজিটাল দিবস উদযাপন!
সুমন পল্লব,
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।
সোমবার (১২ডিসেম্বর) সকালে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
অনুষ্ঠানে দিবসের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনান (ভূমি) আবু রায়হান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সহকারী প্রোগ্রাম অফিসার খালেদ মোশাররফ ও উদ্যোক্তা নূরু উদ্দিন পারভেজ প্রমূখ।
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি