পটিয়ার ছনহরা চিকন খলিফা মাদ্রাসার বার্ষিক
সভা ও ওরশ সম্পন্ন!
সেলিম চৌধুরী নিজস্ব প্রতিনিধি,পটিয়া;-পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে হযরত শাহ্ চিকন খলিফা (রহ:) এর বার্ষিক ওরশ শরীফ ও মাদ্রাসার সভা গত ৪ মার্চ (শনিবার) সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় হযরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদ্রাসা, ছায়রা ছিদ্দিক এতিমখানা ও হেফজখানার ৩৩তম বার্ষিক সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সভাপত্বি করেন এসএস গ্রæপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ নুর মোহাম্মদ। এতে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন- ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ চৌধুরী দৌলতী।
দ্বিতীয় অধিবেশন ওরশ পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আমির হোসেন, এসএস গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্পপতি সাইফুল ইসলাম সুমন, চিকন খলিফা মাদ্রাসার অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আল কাদেরী, ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ ইউনুচ, যুগ্ম আহবায়ক ওসমান আলমদার। আলোচনা সভার আগে সকাল ৭টায় মাজার শরীফ গোসল, সকাল সাড়ে ৭টায় খতমে কোরআন ও খতমে গাউছিয়া, রাত সাড়ে ৯টায় এশার নামাজ ও মুনাজাত, রাত ১০টায় মেহমানদের আপ্যায়ন, ভোর ৫টায় জিকির মাহফিল, আখেরী মুনাজাত ও সকাল ৭টায় তবরুক বিতরণ করা হয়।