এরশাদ চৌধুরী
বান্দরবান জেলা প্রতিনিধি।
বান্দরবানে হত্যার দায়ে হাসিনা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত বান্দরবান। এছাড়া ও অনাদায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯রা মার্চ) দুপুর একটার দিকে বান্দরবানের জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা বেগম আলীকদমের কলার ঝিড়ি ইউনুস মেম্বার পাড়ার বাসিন্দা।
মামলায় আসামি হাসিনা বেগম বিরুদ্ধে ৩০২/৩৪ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি হাসিনা বেগমকে জেল হাজতে প্রেরণ করে।