আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
জমির উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ৬ষ্ট বর্ষপূর্তি উদযাপন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে উপজেলার অন্যতম,ব্যবসায়িক ও সামাজিক সংগঠন একুশে পরিবার।
বুধবার (৬ জুলাই)উপজেলার পুটিবিলা ইউনিয়ন এর দৃষ্টিনন্দন পার্কে উৎসব মুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা ও সংগঠনের সকল সদস্যদের প্রস্তাবনা ও সম্মতিতে মোহাম্মদ খোরশেদ আলমকে সভাপতি ও মোহাম্মদ ফেরদৌসকে সাধারণ সম্পাদক মনোনীত করে একটি পূণাঙ্গ কমিটি করা হয়।
কমিটির অনন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-শাফায়েত রেজা,যুগ্ন সাধারন সম্পাদক-সাহাব উদ্দিন,সাংগঠনিক সম্পাদক-জাহেদুল ইসলাম,অর্থ সম্পাদক-নবী হোসেন,সহ-অর্থ সম্পাদক-ডাঃ সাহাব উদ্দিন,দপ্তর সম্পাদক-নেজামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক-মোঃ আবছার,ধর্ম ও সমাজ সেবা সম্পাদক-মোঃ দেলোয়ারকে মনোনীত করা হয়।
এতে কমিটির উপদেষ্টা পরিষদের নেতৃত্ববৃন্দ আবদুস সামাদ আজাদ,
ছৈয়দ ফোরকান আহমদ, সমিতির সদস্য মোহাম্মদ শরীফ উপস্থিত ছিলেন ।
৬ষ্ট বর্ষপূর্তি উপলক্ষে একুশে পরিবারের সকল সদস্য নিয়ে মিলন মেলা হয় উপজেলার পুটিবিলা ইউনিয়নের নাছিম পার্কে। ফ্যামিলি ডে’র শেষ পর্বে প্রত্যেক সদস্যকে একটি করে গিফট দেওয়া হয়। পরে আনন্দ ও কোলাহল মুখর হয়ে উঠে র্যাফেল ড্র র মধ্য দিয়ে।এভাবেই সারাদিন চলে শিশুদের আনন্দ উৎসব ও নিজেদের মতো করে বর্ষপূর্তি উদযাপন।
উল্লেখ্য-লোহাগাড়া সদর ইউনিয়নে ২০১৭ সালে একুশে পরিবার নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্টিত হয়।যাহা বর্তমানে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে।তাছাড়া একুশে পরিবার সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পাশাপাশি বিশেষ করে প্রবাসী নিয়ে গঠিত।
নবগঠিত কমিটি এলাকার উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের পাশে থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।