আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
শাহরাস্তি উপজেলার পূর্ব দিগন্তের ঐতিহ্যবাহী রায়শ্রী গ্রামের যে সকল যুবকরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন সেই সকল যুবকদেরকে নিয়ে তাদের স্ব-উদ্যোগেই গঠন করা হয়েছে রায়শ্রী প্রবাসীদের ঐক্য ও যুব সংগঠন।
৮ই ডিসেম্বর রায়শ্রী গ্রামেই পুরো গ্রামবাসীকে সাথে নিয়ে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এলাকার সম্মানীত সকল মানুষদের উপস্থিতিতে এই সংগঠনটির শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
সাংবাদিক শাহ আলম ভূঁইয়া ও আতিকুল ইসলাম শেখ এর যৌথ সঞ্চালনায় ইংল্যান্ড প্রবাসী জাবেদ মিয়ার সভাপতিত্বে মোঃ মনির হোসেন এর মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের পর সংগঠনটির আহবায়ক সৌদিআরব প্রবাসী আবু ইউসুফ সুমন এর উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রোগামের মূল কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি ছিলেন রায়শ্রীর সন্তান অবঃ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান শেখ।
বিশেষ অতিথি চৌধুরী মোস্তফা কামাল, আলহাজ্ব ওবায়দুল হক,গোলাম মোস্তফা মেম্বার, মোস্তফা কামাল শাহিন, সালাউদ্দিন গাজী, মাহমুদুর রশিদ, প্রবাসী কামাল হোসেন, আঃ ছাত্তার শেখ প্রমুখ।
আহবায়ক আবু ইউসুফ সুমন বলেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ও কাজ হলো এলাকার সকল প্রবাসীরা এককাতারে এসে গ্রামের ঐক্য অটুট রাখা, গ্রামের অসহায় দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া, শিক্ষা সুস্থ সংস্কৃতির বিকাশ ও মাদক জুয়া নির্মূলে সবাইকে সচেতন করা। আমাদের সংগঠনে মোট সদস্য সংখ্যা ৬০ জন।আরো যারা প্রবাসে আছেন তারাও সংযোগ হতে পারবেন। সকল সদস্যদের নাম বাড়ি দেশের অবস্থান তালিকা করে সবার অবগতির জন্য পেশ করলাম।
[১]মোহাম্মদ হোসাইন(স্বপন) আমেরিকা প্রবাসী শেখ বাড়ি [২] মো: হুমায়ূন কবির- আমেরিকা প্রবাসী
মিয়াজি বাড়ি [৩]মো:আনজির হোসেন(সুমন)আমেরিকা প্রবাসী কাজী বাড়ি[৪] মো: শাহজাহান — কুয়েত প্রবাসী
নুর মোহাম্মদ ভুঁইয়া বাড়ি [৫] মো: শাহাদাত হোসেন – কুয়েত প্রবাসী ভুঁইয়া বাড়ি [৬] মো: নেয়ামত উল্যাহ -কুয়েত প্রবাসী মোল্লা বাড়ি [৭] মো: বিল্লাল –লন্ডন প্রবাসী
মিজি বাড়ি [৮] মো: জাবেদ মিয়া- লন্ডন প্রবাসী বাজার সংলগ্ন নতুন বাড়ি [৯] মো: বিল্লাল পাটোয়ারী — পর্তুগাল প্রবাসী পুর্ব নতুন পাড়া পাটোয়ারী বাড়ি [১০] মো: বিল্লাল মিয়া-পর্তুগাল প্রবাসী বাজার সংলগ্ন নতুন বাড়ি [১১] মো: শরিফুল ইসলাম সোহাগ–দুবাই প্রবাসী
মুন্সী বাড়ি [১২]মো:জিহাদুল হক মিজান–দুবাই প্রবাসী নুর মোহাম্মদ ভুঁইয়া বাড়ি [১৩] মো: নবীর হোসেন –অস্ট্রেলিয়া প্রবাসী মিয়াজি বাড়ি [১৪] মো: ইব্রাহিম শেখ – ওমান প্রবাসী শেখ বাড়ি [১৫]মো:খোরশেদ আলম–বাহরাইন প্রবাসী শেখ বাড়ি[১৬] মো:মিরাজ আহমেদ(নাছির)–কুরিয়া প্রবাসী গিলা বাড়ি [১৭] মো: শাহআলম – সাউথ আফ্রিকা প্রবাসী উত্তর পাড়া, ভোলা গাজী বাড়ি[১৮] মো: আবু ইউসুফ (সুমন) — সৌদি প্রবাসী
ভুঁইয়া বাড়ি [১৯] মো: মনির (শেখ) — সৌদি প্রবাসী
শেখ বাড়ি [২০] মো: সরোয়ার (ভুঁইয়া)–সৌদি প্রবাসী
নুর মোহাম্মদ ভুঁইয়া বাড়ি [২১] মো: মনির জীবন–সৌদি প্রবাসী অলিমুদ্দিন বাড়ি [২২] মো: কামাল হোসেন -সৌদি প্রবাসী কবিরাজ বাড়ি[২৩] মো: তানবির হোসাইন -সৌদি প্রবাসী মিয়াজি বাড়ি [২৪] মো: মিজানুর রহমান -সৌদি প্রবাসী খালেক মাওলানা সাহেব বাড়ি[২৫] মো:জাকির-সৌদি প্রবাসী আফজাল বাড়ি [২৬] মো:খোরশেদ আলম–সৌদি প্রবাসী ছোলিম উদ্দীন বাড়ি [২৭] মো: রুবেল আহমেদ –সৌদি প্রবাসী হাজী বাড়ি [২৮] মো:তোফাজ্জল হোসেন (বাবুল)সৌদি প্রবাসী (পুর্ব নতুন পাড়া মমতাজ উদ্দীন বাড়ি)[২৯] মো: সুলতান সবুজ -সৌদি প্রবাসী ভুঁইয়া বাড়ি [৩০] মো: নুরুল আমিন -সৌদি প্রবাসী মিজি বাড়ি [৩১] মো: জামাল হোসেন –সৌদি প্রবাসী মিজি বাড়ি [৩২] মো: রাকিব -সৌদি প্রবাসী মিজি বাড়ি [৩৩] মো: আরাফাত হোসেন -সৌদি প্রবাসী মিয়াজি বাড়ি [৩৪] মো: রাসেল মিয়া–সৌদি প্রবাসী মিডাইর বাড়ি [৩৫] মো: নোমান-সৌদি প্রবাসী শেখ বাড়ি [৩৬] মো: সাইফুল ইসলাম—সৌদি প্রবাসী নুর মোহাম্মদ ভুঁইয়া বাড়ি
[৩৭]মো: সফিকুল আলম (মিলন) সৌদি প্রবাসী
খালেক মাওলানা সাহেব বাড়ি [৩৮] মো: কামরুজ্জামান—সৌদি প্রবাসী নুর মোহাম্মদ ভুঁইয়া বাড়ি [৩৯] মো: জসিম উদ্দিন –সৌদি প্রবাসী নুর মোহাম্মদ ভুঁইয়া বাড়ি [৪০] মো: গিয়াস উদ্দিন–সৌদি প্রবাসী পুর্ব পাড়া সাদা গাজী বাড়ি [৪১] মো: আবুল খায়ের –সৌদি প্রবাসী ঘোষের বাড়ি [৪২] মো: জিয়াউর রহমান সবুজ -সৌদি প্রবাসী নুর মোহাম্মদ ভুঁইয়া বাড়ি [৪৩] মো: মহসিন–সৌদি প্রবাসী তালুকদার বাড়ি [৪৪] মো: রাশেদুল ইসলাম-সৌদি প্রবাসী শেখ বাড়ি [৪৫] মো: মোরশেদ-সৌদি প্রবাসী শেখ বাড়ি [৪৬] মো: আজমত উল্যাহ —সৌদি প্রবাসী হাজী বাড়ি
[৪৭]মো:সাইফুল ইসলাম(রিপন)–কাতার প্রবাসী খালেক মাওলানা সাহেব বাড়ি[৪৮] মো: বোরহান উদ্দিন -কাতার প্রবাসী পুর্ব পাড়া সাদা গাজী বাড়ি [৪৯] মো: আলম– কাতার প্রবাসী মৌলভী বাড়ি [৫০] মো : নুর আলম -কাতার প্রবাসী মুন্সী বাড়ি[৫১] মো: জাকির হোসেন — কাতার প্রবাসী পুর্ব পাড়া সাদা গাজী বাড়ি [৫২] মো: আল আমিন –কাতার প্রবাসী মিয়াজি বাড়ি [৫৩] মো: নিয়ামত উল্যাহ–মালয়েশিয়া প্রবাসী নুর মোহাম্মদ ভুঁইয়া বাড়ি
[৫৪] মো: শহিদুল ইসলাম — মালয়েশিয়া প্রবাসী
খালেক মাওলানা সাহেব বাড়ী [৫৫] মো: রুবেল –মালয়েশিয়া প্রবাসী আফজাল বাড়ি[৫৬] মো: মানিক–মালয়েশিয়া প্রবাসী মিজি বাড়ি [৫৭] মো:কামরুজ্জামান(কাউছার)-মালয়েশিয়া প্রবাসী
হাজী বাড়ি [৫৮] মোঃ শাহিন সৌদি প্রবাসী
নুর মোঃ ভূঁইয়া বাড়ী [৫৯] শেখ রবিউল –ওমান প্রবাসী,শেখ বাড়ী [৬০] জাকির হোসেন রুবেল–কাতার প্রবাসী,শেখ বাড়ি।
উল্লেখ্য, দূর্ঘটনায় চিকিৎসাধীন গ্রামের হাজীবাড়ির আঃ ছাত্তারকে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নগদ ১০,০০০(দশ হাজার)টাকা সহযোগীতা করা হয়। অনুষ্ঠানটি মাওলানা আবু সালেহ এর দোয়া পরিচালনা ও আগত গ্রামবাসীকে রায়শ্রী প্রবাসীদের ঐক্য ও যুব সংগঠনের আপ্যায়নের মাধ্যমে সমাপ্ত করা হয়।