আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হাশেম, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বাঘা শাহ্দৌলা ডিগ্রী কলেজে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। আলোচনা সভা শেষে উপস্থিত নেতা-কর্মীরা বর্ণাঢ্য র্যালী বের করে।
আলোচনা সভায় বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাঁদ।
এ ছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বাঘা উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান খান মানিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও বাউসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম মলিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র তফিকুল ইসলাম তফি।