আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ,
ময়মনসিংহঃ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ময়মনসিংহ সদর উপজেলা স্টিয়ারিং কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর সি কে ঘোষ রোড এলাকার সারিন্দা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সভায় ময়মনসিংহ সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাফিসা খাতুনের সভাপতিত্বে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্রা কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিক এর পরিচালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নাগরিক সমাজ ও নারী নেত্রীগন উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় কর্মপরিকল্পনার মূল বিষয় প্রতিরোধ, অংশগ্রহণ, সুরক্ষা ও পূর্ণবাসন বিষয়সমূহের আলোকে স্থানীয় স্টিয়ারিং কমিটির পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ ও কর্মক্ষেত্রে নারীর অনুকূল পরিবেশ নিশ্চিত করার জন্য এডভোকেসী কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও স্থানীয় পর্যায়ে নারীদের ওপর সংঘাত ও সহিংসতার প্রভাব মোকাবেলায় করণীয় এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় ব্যাপক সংখ্যক নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিশদভাবে আলোচনা করা হয়।