আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলায় জাতীয় ইমাম পরিষদ পৌরসভা শাখায় মুফতী আশরাফুল ইসলাম রাহমানী কে সভাপতি ও মাওলানা আঃ কাদির কে সাধারণ সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আজহার আলী, বিশেষ অতিথি ছিলেন, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর (রুলু), উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আলহাজ্ব হাফেজ মাও: নূরে আলম সিদ্দিকী,পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি এম জালাল উদ্দীন।
উপজেলা ইসলামি আন্দোলন কমিটির সভাপতি মাও:আহম্মাদ আলীর সভাপতিত্বে ও জাতীয় ইমাম পরিষদ উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ হাফেজ মাওঃ আব্দুল হান্নান ওমর এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পাইকগাছা পৌরসভার অধিকাংশ মসজিদের ইমামবৃন্দ।
এসময়ে পৌরসভার অধিকাংশ মসজিদের ইমামদের সর্বসম্মতিক্রমে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর ইমাম ও খতীব মুফতী আশরাফুল ইসলাম রাহমানী কে সভাপতি ও বাতিখালী পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আঃ কাদির কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাও: মুহাম্মদ আবু সাদেক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাও: সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও: আছাদুল ইসলাম তুহিন, কোষাধ্যক্ষ মাও: ইব্রাহীম, সহ-কোষাধ্যক্ষ মাও: হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মাও: মনিরুল ইসলাম, ফতোয়া বিষয়ক মাও: মুফতী হুমায়ুন কবির।
উল্লেখ্য, গত ইং- ১১/১২/২০২৪ তারিখ খুলনা জেলা জামায়াতে ইসলামি এর কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম ও ইমাম বৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতীব মাওলানা আশরাফুল ইসলাম রাহমানী কে সভাপতি ঘোষণা পূর্বক পূর্নাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত গৃহীত এর পাশাপাশি পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।