আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হাটহাজারীতে বিএনপি ও অঙ্গ সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নের ধারাবাহিক ওয়ার্ড কর্মসূচির অংশ হিসাবে ৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সভা অনুষ্টিত হয়।
শুক্রবার ইউনিয়নের আদর্শ স্কুলের মাঠে ওয়ার্ড বিএনপি সভাপতি খসরুল আলমের সভাপতিত্বে, ছাত্রনেতা জাহেদ ও নাছেরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারি উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস চেয়ারম্যান।
প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মফিজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আলহাজ ইলিয়াস চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটো, জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এস এম মোদাচ্ছের শাহ্,
মাদার্শা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ছাত্রদলের প্রতিষ্টাতা সভাপতি,কাজী আকতার হোসেন বাদল, জসিম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান কাজী আবু তালেব, , ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রাশেদ, সিনিয়র সহ সভাপতি বাবুল,
প্রধান অতিথি বলেন,দলে কোনো ধরনের সুযোগসন্ধানী যেন অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ যদি সংগঠনের নীতিবহির্ভূত কাজে লিপ্ত হন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।আমরা তারুন্যর প্রতীক তারেক রহমান ও হাটহাজারীর গন মানুষের নেতা ব্যারিষ্টার মীর হেলালের নির্দেশক্রমে ঐক্যবদ্ধ।গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন চলমান রয়েছে।বিএনপি নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ। এখনো নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন সময় এসেছে দল গোছানোর।প্রতিটি ওয়ার্ডের মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পর্যায়েও সভা চলবে। তিনি বলেন হাজারো লাশের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, স্বাধীনতা রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জননেতা ব্যারিস্টার মীর হেলালকে আগামীতে ব্যালটের মাধ্যমে জয়যুক্ত করে সংসদে পাঠানো। ঊনারায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কে পুনর্গঠিত করবেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ব্যারিস্টার মীর হেলাল সাহেবের নেতৃত্বে সবাই কাজ করে যাওয়ার অনুরোধ রইল।