আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
নেপালে এ্যওয়ার্ড পেতে যোগ দিচ্ছেন, নড়াইল সদর উপজেলার তুলারাম পুর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ ফয়সাল সিকদার সেতু। আগামি (১০ ফেব্রুয়ারী) শুক্রবার নেপালের হোটেল মারশ্যাংচী অডিটিরিয়ম, থামেল কাঠমুন্ডু
তাকে এই সম্মাননা স্মারক দেওয়া হবে। নেপাল বাংলাদেশ বানিজ্যিক ও শিল্পের উন্নয়ন করনীয় শীর্ষক আলোচনা ও নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যওয়ার্ড ২০২৩ প্রদান ও নেপাল বাংলাদেশর বরণ্য শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এই সম্মাননা স্মারক দেওয়া হবে এবং এখানে উপস্থিত থাকবেন বিচার প্রতি ও রাষ্ট্র্রপতি। তুলারামপুর মধ্য পাড়া যুব সংঘ ও সমাজ কল্যান সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফয়সাল সিকদার সেতু প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা দানে ও সমাজে সকল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা তাগিদে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হবে।
উলেখ্য, গত ১৫ জানুয়ারি
মাদার তেরেসা গোল্ডেন এ্যওয়ার্ড ২০২৩ পাওয়ায় তাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে। তুলারামপুর মধ্যে পাড়া যুব সংঘ ও সমাজ কল্যান সংসদ এর আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জে,আর, খান অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশিকুর রহমান, নড়াইল জেলা ট্রাক ইউনিয়ন সমিতির সহ- সভাপতি রাজিবুল ইসলাম, সাবেক মেম্বার ইবাদ আলীসহ তুলারামপুর গ্রামের সকল শ্রেনী পেশার মানুষ। যানা গেছে, সমাজ সেবা ও মানব কল্যানে বিশেষ অবদান রাখায় তুলারামপুর মধ্যে পাড়ার সিকদার হুমায়ূন কবীরের ছেলে মোঃ ফয়সাল সিকদার সেতুকে এই মাদার তেরেসা গোল্ডেন এ্যওয়ার্ড সম্মাননা স্মারক( ক্রেস্ট) প্রধান করা হয়েছে।
এ বিষয়ে ফয়সাল সিকদার সেতু বলেন,
আমাকে কৃতি সন্তান সংবর্ধনা দিয়ে আমাকে বুকে জড়িয়ে নিয়ে ভালোবাসা দিয়েছে আমাদের গ্রামের মানুষ ও আমার শুভাকাঙ্ক্ষীরা। তার জন্য সবার কাছে আজ আমি কৃতজ্ঞ। আমার জন্য সবাই দোয়া করবেন আগামী দিনে যেন ভালো কিছু করে অসহায় সুবিধাবঞ্চিত ও মানুষের পাশে থেকে একটি মাদকমুক্ত শিক্ষিত সুশৃংখল সমাজ গড়ে তুলতে পারি।