আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
এরশাদ চৌধুরীঃ বান্দরবান জেলা প্রতিনিধি।
২৬ আগস্ট মঙ্গল বার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা শহরের বিভিন্ন এলাকার লোক জন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ গ্রহন করেন।
এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান, সভাপতিত্ব করেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন,সহ সভাপতি মো. আলম,পৌর সভাপতির শামসুল হক,
পৌর সাধারন সম্পাদক এরশাদ চৌধুরী,ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল,
নুরুল আফসার সহ আরও অনেকে।
শাহজালালের সঞ্চালনায়
সমাবেশে বক্তারা ভূমি ব্যবস্থাপনায় অরাজকতায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে অবিলম্বে দাবি-দাওয়া পূরণ না হলে কঠোর কর্মসূচি দিবে বলে হুঁশিয়ারি দেন। বক্তারা বলেন, বাজার ফান্ডের জায়গায় ব্যাংক ঋণ না দেওয়া ও লিজের মেয়াদ বৃদ্ধি না করায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। একই জায়গায় দুধরনের আইনের কারণে সাধারণ মানুষ অধিকার বঞ্চিত হচ্ছে। দ্রুত এসব সমস্যার সমাধানের দাবি জানান বক্তারা।