আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামের বাঁশখালীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় তৈরি ১নলা বন্দুকসহ জাফর নামেত ১ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
১৪জুলাই সোমবার বেলা পৌনে ১২টার দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে রাস্তার পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চট্টগ্রাম শহরমুখী এস আলম পরিবহণের চট্টমেট্রো-ব-১১-১৪৫৭ যাত্রীবাহী বাসে তাল্লাশি চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়, (খ সার্কেল) এর অভিযানে আটককৃত আসামী মোঃ জাফর আলম(৫০) হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম ধলই এলাকার আব্দুর রহমান টেন্ডল বাড়ির মৃত আলী হোসেন ও জাহানারা বেগমের ছেলে বলে জানা যায়।
সূত্র জানায়, মা.নি.অ/জে.কা.চ/ খ সার্কেল ক্রমিক নং-৯১/২৫, তাং-১৪/০৭/২০২৫খ্রিঃ মূলে বাঁশখালী থানা এলাকায় মাদক উদ্ধার ডিউটিতে নিয়োজিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানিক দল। ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় তাং-১৪/০৭/২০২৫খ্রিঃ
অনুমান ১১:০৫ ঘটিকায় বাঁশখালী নাপোড়া বাজার অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে গোপন সংবাদ পাওয়া যায় যে, ০১জন অবৈধ মাদক
ব্যবসায়ী কিছু মাদক নিয়ে যাত্রীবাহী বাস চট্টমেট্রো-ব-১১-১৪৫৭ এসআলম পরিবহন যোগে কক্সবাজার জেলাধীন
বদরখালী এলাকা হতে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওয়ানা করেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানিক দল বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে
উক্ত সংবাদের সত্যতা যাচাইসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অভিযানিক দল ১৪/০৭/২০২৫খ্রিঃ
তারিখ ১১:৩০ ঘটিকার সময় বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্থ ১নং ওয়ার্ড ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে রাস্তার পশ্চিম পাশে পাকা রাস্তার উপর পেকুয়া টু চট্টগ্রাম সড়কের উপর চেক পোষ্ট স্থাপন
করে তল্লাশী করতে থাকে। কাঙ্খিত বাস চট্টমেট্রো-ব-১১-১৪৫৭ এসআলম পরিবহন সকাল অনুমান ১১:৪০ ঘটিকার সময় চেক পোষ্টের সামনে আসলে অভিযানিক দল বাসটি থামানোর সংকেত দিলে বাসের চালক
বাসটি থামায় । অভিযানিক দল বাসটির ভিতরে তল্লাশী করাকালে উক্ত বাসের সিট নম্বর-D4 এ বসা যাত্রীর আচার-আচরন সন্দেহ হলে তাহার কোলের উপর রাখা উভয় হাত দিয়ে ধরা একটি কাপড়ের ব্যাগ তল্লাশী করা হয়। তল্লাশীকালে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী (ক) মোহাম্মদ জাহাঙ্গীর আলম(৩৯),(সুপার ভাইজার, উক্ত বাস) পিতা-মৃত আব্দুস সোবহান, মাতা-লুৎফা বেগম, সাং-উত্তর পাড়া, লায়লার বাপের বাড়ী, পূর্ব গোয়াখালী,ভোলাইয়ার ঘোনা, ওয়ার্ড নং-০২, পেকুয়া সদর ইউপি, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার, মোবাঃ-০১৮২১০৬৩৩৬৭, (খ) মোঃ আনোয়ার হোসেন (৩০),(যাত্রী, উক্ত বাস), পিতা-মৃত আব্দুল শুক্কুর, মাতা-
ছেনোয়ারা বেগম, সাং-হোল্ডিং নং-৪৪/৫১, নওশের আলী লেইন, হাটহাজারী রোড, ওয়ার্ড নং-০৮, শুক্কুর কোম্পানীর বাড়ী, থানা-পাঁচলাইশ, জেলা-সিএমপি, চট্টগ্রাম, মোবাঃ ০১৮১১৫৮২১১২,(গ) এএসআই/মোঃ জহিরুল
ইসলাম, মোবাঃ-০১৭৩৮৩৬২৭৫১, কর্মক্ষেত্রে ঠিকানাঃ- মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয়, (খ সার্কেল)
চট্টগ্রাম এর সম্মুখে ধৃত আসামী মোঃ জাফর আলম(৫০) কোলের উপর রাখা উভয় হাত দিয়ে ধরা একটি কাপড়ের
ব্যাগের ভিতর পুরাতন চেক লুঙ্গির অংশ দ্বারা মোড়ানো অবস্থায় ০২টি দেশীয় তৈরী সচল একনলা বন্দুক লোহা ও
কাঠের অংশ ০৪(চার) ভাগে পৃথক ছিলো। যাহার একটি একনলা বন্দুক কাঠের বাট সংযুক্তসহ লম্বা ৩৪ইঞ্চি এবং
অপর একনলা বন্দুকটি কাঠের বাট সংযুক্তসহ লম্বা ৩৩ইঞ্চি। উল্লেখিত আলামত সমূহ ধৃত আসামী মোঃ জাফর
আলম(৫০) নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে ১৪/07/2025 খ্রি.
দুপুর ১২:১০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করি। জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করি এবং
অভিযানিক দলের প্রধান নিজেও স্বাক্ষর করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোল্লেখিত নাম ঠিকানা
প্রকাশ করে। ধৃত আসামী জব্দকৃত ০২(দুই)টি দেশীয় তৈরি একনলা বন্দুক কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা
হতে সংগ্রহ করিয়া চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকায় নিয়ে যাইতেছিল মর্মে জন সম্মুখে স্বীকার করে। ধৃত
আসামী অবৈধ ০২(দুই)টি দেশীয় তৈরি একনলা বন্দুক নিজের দখল ও নিয়ন্ত্রনে রেখে 19A The Arms Act,
1878 ধারার অপরাধ করেছে। ধৃত আসামী ও জব্দকৃত আলামত সমুহ নিজ হেফাজতে নিয়ে থানায় সোপর্দ করা হয়।