আজ ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে আহমদ হোসেন নামের ১ব্যক্তি নিজেত জন্মদাতা সন্তান রিয়াদের হামলায় নিহত হয়েছে বলে জানি গেছে।
০৯নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২০:১৫ ঘটিকায় সাতকানিয়া থানার ০৪ নং কাঞ্চনা ইউনিয়ন এর ০২ নং ওয়াডের নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফ এর বাড়ি এলাকায় এ ঘটে ঘটে বলে জানা যায়।
সূত্র জানায়, চট্টগ্রামের সাতকানিয়া থানার ০৪ নং কাঞ্চনা ইউনিয়ন এর ০২ নং ওয়াডের নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফ এর বাড়িতে অদ্য ০৯/১১/২০২৫ইং আনুমানিক ২০:১৫ ঘটিকার সময় মৃত ভিকটিম আহমেদ হোসেন(৫২),পিতা-জলিল বক্স,মাতা-মোহছেনা খাতুন,সাং উওর কাঞ্চনা,নয়াপাড়া,০২ নংওয়াড,০৪ নং কাঞ্চনা ইউনিয়ন,থানা-সাতকানিয়া,জেলা-চট্টগ্রাম এর সহিত মৃত ভিকটিম এর বড় ছেলে রিয়াদ হোসেন (২২) এর সহিত পারিবারিক কলহের বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পযার্য়ে মৃত ভিকটিম এর ছেলে ছুরি দিয়ে গলার ডানপাশে আঘাত করিলে তাৎক্ষণিক ভিকটিম কে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে মৃত্যু বরন করেন। ভিকটিম এর মৃতদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাতকানিয়া আছে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করা হইবে।
এব্যাপারে আসামিকে আটক করতে অভিযান চলমান আছে।মৃত ভিকটিম এর পরিবারের পক্ষ থেকে মামলা রজু প্রক্রিয়াধীন বলে জানান সাতকানিয়া থানা প্রশাসন।