আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
রাজশাহী প্রতিনিধি,
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক ইউপি সদস্যের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন মো. জহুরুল ইসলাম।
গত ২৩ আগস্ট বিভিন্ন ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে তাকে ‘মাদক সম্রাট’ আখ্যা দিয়ে মাদক ব্যবসা, জমি দখল, অস্ত্রবাজি, চাঁদাবাজি, প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনসহ ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও হেরোইনের চালান নিয়ন্ত্রণ এবং টেন্ডারবাজির হুকুমদাতা হিসেবে অভিযুক্ত করা হয়।
এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু স্বার্থান্বেষী মহল আমার সামাজিক মর্যাদা নষ্ট করার জন্য এসব বানোয়াট তথ্য প্রচার করেছে। এতে আমার ব্যক্তিগত ও পারিবারিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
তিনি আরও বলেন, সংবাদে উল্লেখিত মাদক ব্যবসা ও হুকুমদাতার অভিযোগ সম্পূর্ণ মনগড়া। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এসব মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। অথচ সাংবাদিকতার নীতি অনুযায়ী সংবাদ প্রকাশের আগে আমার বক্তব্য নেওয়া হয়নি, যা গণমাধ্যমের আদর্শের পরিপন্থী।
তিনি বলেন অভিযোগ, তার ছবি ব্যবহার করে এবং নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানান।
জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে জহুরুল ইসলাম বলেন, সত্যের প্রতি আস্থাশীল থাকুন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি।
প্রতিবাদকারী:
মো. জহুরুল ইসলাম
ইউপি সদস্য
গোদাগাড়ী, রাজশাহী