আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ
দেশের উদীয়মান রাজনৈতিক প্ল্যাটফর্ম আমজনতার দল-এর চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (১২ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টায়। চট্টগ্রামের আগ্রাবাদস্থ হোটেল অতিথীতে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ তৃণমূলের সক্রিয় কর্মী-সমর্থকেরা।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ সালাউদ্দীন মজুমদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আহ্বায়ক মুহাম্মদ আজগর হোসেন জিহাদ।
সভাটি সঞ্চালনা করেন চকবাজার থানা সদস্য সচিব মেহেদী হাসান সাগর।
উপস্থিতি ও আলোচনা:
সভায় চট্টগ্রাম মহানগরীর অধীন ১০টি থানার আহ্বায়ক ও সদস্য সচিবগণসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের রাজনীতিতে গঠনমূলক পরিবর্তন আনার লক্ষ্যেই আমজনতার দল কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য পূরণে সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করা সময়ের দাবি।
জেলা কাউন্সিল আয়োজনের প্রস্তুতি:
সাধারণ সভায় আগামীর কর্মসূচি নির্ধারণ, বার্ষিক আয়-ব্যয়ের পর্যালোচনা এবং বহুল প্রত্যাশিত চট্টগ্রাম জেলা কাউন্সিল আয়োজনের বিষয়টি কেন্দ্রীয়ভাবে আলোচনায় আসে। নেতারা বলেন, জেলা কাউন্সিল হবে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক—যা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে।
তৃণমূলকে সংগঠিত করার তাগিদ:
সভায় জেলা আহ্বায়ক মুহাম্মদ আজগর হোসেন জিহাদ বলেন—
“দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করতে হলে আমাদের তৃণমূলকে সুসংগঠিত করতে হবে। প্রয়োজন রাজপথে সক্রিয় উপস্থিতি ও আদর্শভিত্তিক নেতৃত্ব গঠন।”
তিনি আরও বলেন, “আমজনতার দল জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার বাস্তবায়নে জেলার প্রতিটি থানায় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা হবে।”
গৃহীত সিদ্ধান্ত:
সভায় তিন মাসব্যাপী সাংগঠনিক কর্মপরিকল্পনা গ্রহণ, একাধিক ওয়ার্ড কমিটির পূর্ণগঠন এবং আগামীর বিভাগীয় সমাবেশে অংশগ্রহণের প্রস্তুতির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে দোয়া:
সাধারণ সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আমজনতার দল চট্টগ্রামে একটি সুদৃঢ়, সুশৃঙ্খল ও কর্মক্ষম সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে।