আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মহি উদ্দিন মেম্বার দায়িত্ব গ্রহণ করায় সোনাকানিয়া ইউনিয়নের ইউপি সদস্যসহ সর্বস্তরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৮আগস্ট সোমবার বেলা ১১টার দিকে সোনাকানিয়া বোর্ড অফিস প্রাঙ্গণে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহি উদ্দিন মেম্বারের সভাপতিত্বে,গারাংগিয়া হাতিয়ারকূল ছিদ্দিকিয়া মাদরাসার সুপার মাওলানা ছগির আহমদের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা সেক্রেটারি মোহাম্মদ তারেক হোসাইন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাকানিয়া ইউনিয়ন শাখার আমীর মোহাম্মদ শাহাদত হোসাইন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাওলানা ছৈয়দ আহমদ, ইউপি সদস্য আহমদ কবির ভেট্টা,সাবেক ইউপি সদস্য মাওলানা শামশুল আলম,নারী সংরক্ষিত ইউপি সদস্য আফসানা বেগম গিন্নি ও শামশুননাহার,ইউপি সদস্য আব্দুল কাদের চৌধুরী,বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাকানিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মনির উদ্দিন,সাবেক ইউপি সদস্য জাফর আহমদ,জিয়া প্রজন্ম দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি তৈয়বুল আলম,সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন,আরো উপস্থিত ছিলেন মির্জাখীল বাংলা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শাহ আলম,সোনাকানিয়া ইউনিয়ন শাখা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোরশেদুল আলম,সোনাকানিয়া ইউনিয়ন শাখা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নুরুচ্ছফা,সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আজিমুর রহমান প্রমুখ।
মতবিনিময় ও আলোচনা সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন বলেন -সরকার আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করায় মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি এবং সবার সহযোগীতা ও দোয়া কামনা করছি।
তিনি আরো বলেন,আমার কাছে ধর্ম বর্ণ ও দলবল নির্বিশেষে সবায় সমান।আমার পরিষদ সব সময় বৈষম্যমুক্ত থাকবে।আমি আমার সামর্থ্য অনুযায়ী সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর আধুনিক ইউনিয়ন উপহার দিতে চাই।সবাইকে সেবা দিতে সর্বদা প্রস্তুত আছি এবং সবার কাছে দোয়া ও সহযোগীতা চান।তিনি সবাইকে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান বলে জানান।