আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি,
দৈনিক যুগান্তরের চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রতিনিধি রতন কান্তি দাশের স্ত্রী চম্পা রানী দাশ বয়স (৩৭) এর অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
সোমবার (০৪ জুলাই) বিভিন্ন ধর্মীয় অনুশাসনের পালনের মাধ্যম এই কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় গীতা পাঠ পরিবেশনা করেন লিটন দেবনাথ, বাক্যবাচক পণ্ডিত অনিক ব্যানার্জী, আদ্যপুরোহিত বাবু, দ্বারস্থ পুরোহিত গৌবিন্দ চক্রবর্ত্তী, গীতাপাঠক : অজয় ভট্টাচার্য্য, পুরোহিত অশোক আচার্য্য, বেদপাঠক বাবু চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ০৫ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ১ছেলে, ১মেয়ে, স্বামী ও অসংখ্য গুনগাহী রেখে যান।