আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শাখা, পৌরসভা শাখার বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শেফায়েত উল্লাহ চক্ষুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
৩সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানি হাটে এ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু’র নেতৃত্বে,অন্যান্যদের মাধ্যমে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শওকত আলী, মিজানুর রহমান, নুরুল আফসার,এম এ মোমেন,এডভোকেট ওমর চৌধুরীসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্নস্থরের নেতৃবৃন্দ।
উক্ত র্যালি উত্তর সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু বলেন-স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জনগণের পাশে থাকতে হবে এবং মানুষের সুখে দুখে সহযোগীতা করতে হবে বলে জানান।
তিনি আরো বলেন,শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি না হলে এদেশে গগণতন্ত্র প্রতিষ্ঠা হতোনা।তিনি সারা জীবন দেশের কল্যাণে কাজ করেছেন।এমনকি বিহির্বিশ্বে বাংলাদেশের মাথা উচু করে দাঁড়াবার জন্য কাজ করেছেন।
শেফায়েত উল্লাহ চক্ষু বলেন,১৯৭১সালে যখন বঙ্গবন্ধু পাকিস্তানী সৈন্যদের হাতে গ্রেপ্তার হন।ঠিক সেই মুহুর্তে বাংলাদেশের মানুষ যখন হতবম্ব হয়েছে তখন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানী সৈন্যদের পরাজয় নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন,সাড়ে ১৫বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ এদেশের মানুষকে অত্যাচার নির্যাতন,ঘুম, খুন করে দেশের গণতন্ত্র ধংস করে দিয়েছে,ভোটাধিকার হরণ করেছে।৫আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে ও দিক নির্দেশনায় ছাত্র জনতার গণ অভ্যূত্তানে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।
তিনি বলেন-আগামী নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির একটিং চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী দলকে (বিএনপি) রাষ্ট্র ক্ষমতায় পাঠানোর আহবান জানান।