আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানি হাট হযরত শাহ সুফি বকসু ফকির (রাহ:) সিএনজি,ফোরস্ট্রোক,অটো-রিক্সা মালিক বহুমুখী সমবায় সমিতি (রেজি:নং-৯২৬৬) এর উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নের মধ্যবর্তী এলাকা বান্দরবন সড়কের পাশে দস্তিদার হাটের পূর্ব পাশে গ্রিন টাচ কমিউনিটি সেন্টারের হলরুমে অত্র সংঘটনের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে,সাংগঠনিক সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল হক,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ প্রফেসর জয়নাল আবেদিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সহ সভাপতি মাহবুবুল আলম,মালিক সমিতির অর্থ সম্পাদক জাহাঙ্গীর,
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালিক সমিতির সদস্য ফেরদৌস,মালিক সমিতির সদস্য আহমদ, মালিক সমিতির প্রচার সম্পাদক কামাল,মালিক সমিতির জয়েন সেক্রেটারি মহি উদ্দিন, চালক সমিতির সেক্রেটারি জানে আলম, অত্র সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক,সিএনজি চালক সমিতির সভাপতি ফরিদুল আলম,সিএনজি চালক সমিতির সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন,সিএনজি মালিক সমিতির অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আবু বকর ও সিএনজি চালক সমিতির সদস্য মুহাম্মদ আরিফ প্রমুখ।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, সামাজিক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।