আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে প্রবর্তি আধ্যাত্মিক সাধক অলিকূলে শিরোমণি হযরত শাহ সূফি মাওলানা হাফেজ (রা:) এর প্রতিষ্ঠিত ৫৫তম আন্তার্জাতিক সিরাতুন্নবী (স:) মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত বাদে এশা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানি হাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিনের সভাপতিত্বে, কেঁওচিয়া মুজহারুল উলুম মাদরাসার সুপার মাওলানা আব্দুল মালেকের সঞ্চালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তার্জাতিক সিরাতুন্নবী (স:) মাহফিল পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুনতি হাকিমিয়া আলীয়া মাদরাসার তালেবায়ে সাবেকিনের যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদুল কবির মন্টু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানি হাট প্রগতিশীল ব্যাবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোরশেদুল আলম,সহ সভাপতি মহি উদ্দিন মুকুল,ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ,প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ,এছাড়া আরো উপস্থিত ছিলেন
কেরানি হাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ রুবেল,উমর ফারুক,মোহাম্মদ খোরশেদ আলম ও আব্দুল্লাহ আল নৌমান,আলিফ লাম মিম ফাউন্ডেশনের সভাপতি জাফর ফকির,বায়তুশ মার্কেট ব্যাবসায়ী সমিতির সেক্রেটারি মোহাম্মদ শামিম চৌধুরী,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানি হাট ২নং ওয়ার্ড শাখার সেক্রেটারি মোহাম্মদুল হক,কাজী বাবুল,মোহাম্মদ ওসমান,ব্যবসায়ী মোহাম্মদ রিদুয়ান, সাজ্জাদুল ইসলাম সবুজ,কালু ড্রাইভার,ব্যবসায়ী মোহাম্মদ খোকন, ,মোহাম্মদ. জানে আলম ফারুকী, ব্যবসায়ী মোহাম্মদ আবচার প্রমুখ।