আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা অ:দ: এসএম কামরুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ,উপজেলা পরিষদের সিএ আব্দুল বারী,ফাউন্ডেশনের সুপারভাইজার এসএম শওকত হোসেন সমাজ সেবিকা মুক্তি সরদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভাশেষে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র প্রদান,৬ জনকে সাড়ে ৬ লাখ টাকার যুব ঋণের চেক প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়।