আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
কখনো সাংবাদিক, কখনো র্যাবের সোর্স,কখনো বিপ্লব বড়ুয়ার কাছের মানুষ, কখনো জামাত,কখনো বিএনপি, কখনো এলডিপি এবং কখনো আওয়ামিলীগ পরিচয় দানকারী মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ী গিয়াস উদ্দিন ওরফে আলু ছান্নির পুয়া গিয়াস সাতকানিয়া থানা পুলিশের জালে অবশেষে আটকা পড়েছে বলে জানা গেছে।
২৩ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে গারাংগিয়া মাদ্রাসার পশ্চিমে গারাংগিয়া মাদ্রাসার মাহফিলের দোকান বসাকে কেন্দ্র করে চাঁদাবাজি করার সময় তাকে আটক করা হয় বলে জানা যায়।
আটককৃত ইয়াবা পাচারকারী ও অস্ত্র ব্যবসায়ী গিয়াস উদ্দিন ওরফে আলু ছান্নি গিয়াস হচ্ছে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া এলাকার আলী হোসাইন ও রেহেনা বেগমের ছেলে বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার গিয়াস উদ্দিন ওরফে আলু ছান্নি গিয়াসের নির্যাতনের শিকার বিভিন্ন ব্যক্তিরা বলেন, গিয়াস এলাকায় একটি আতংকের নাম।তার অত্যাচার নির্যাতনে এলাকাবাসী অতীষ্ট। তার নির্যাতনের শিকার হয়নি এমন কোন ব্যক্তি নেই এলাকায়।কথায় কথায় মানুষকে মারধর ও হুমকি ছিল মাদক সম্রাট গিয়াসের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। প্রবাসী থেকে শুরু করে এমন কোন ব্যক্তি নেই চাঁদা দাবি করেনি।
সাতকানিয়া থানার এএসআই মোঃ জহিরুল ইসলাম, ফোর্সসহ অভিযান পরিচালনা করে ক) সাতকানিয়া থানার মামলা নং- ৩০ (০৩) ২১, ধারা- ৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড, খ) সিআর মামলা নং- ১৪৩২ /১৮ (সাতকানিয়া) ধারা- ১০৭/১১৭ (সি) ২টি পরোয়ানা ভুক্ত আসামী ১। গিয়াস উদ্দিন(৪৪), পিতা- আলী হোসাইন, সাং- উত্তর গারাংগিয়া, (সুপার পাড়া), ৮নং ওয়ার্ড, (বড় হুজুরের বাড়ির দক্ষিণ পার্শ্বে আলী হোসেনের বাড়ি), থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।
সন্ত্রাসী গিয়াস উদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার এ এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম।