আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনী অভিযানে দুর্ধর্ষ অপরাধী আখতার হোসেন (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণের দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর মহলখান বাজার এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আখতার হোসেন স্থানীয় মৃত সুভান বক্স এবং আওয়ামী লীগের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম প্রকাশ বদনি মেম্বারের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আনোয়ারা আর্মি ক্যাম্প ও কর্ণফুলী থানা যৌথভাবে ক্যাপ্টেন কাউসার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আখতারের বাড়ির একটি গোপন কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি নকল পিস্তল, ১২ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৩টি সামরিক গ্রেডের ওয়াকিটকি সেট, ৩টি সামরিক গ্রেডের কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিম কার্ড, পেনড্রাইভ ও মেমোরি কার্ড, ১৮টি দেশীয় অস্ত্রসহ নির্যাতনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আখতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অপরাধীদের শীর্ষ তালিকাভুক্ত আসামি এবং আনোয়ারা ও কর্ণফুলী থানায় তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে বলে জানান সেনাবাহিনী। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সেনাবাহিনীর আনোয়ারা ক্যাম্প সূত্রে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তারকৃত আখতার হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।