আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
এরশাদ চৌধুরীঃবান্দরবান জেলা প্রতিনিধি।
বান্দরবান পৌরসভার ৮ নং ওয়ার্ড মেম্বার পাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ ইমারত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
১৫ জুলাই মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, দিলীপ পাল, ইমারত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে,
এই ব্যাপারে দিলীপ পাল বলেন আমি পৌরসভার অনুমতি ক্রমে ইমারত নির্মাণ কাজ করছি,
নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া কাছে জানতে চাইলে তিনি বলেন আমি পৌরসভার ইঞ্জিনিয়ার কে সরজমিনে পাঠিয়ে তদন্ত করে দেখেছি দিলীপ পাল পৌরসভার ড্রেন দখল করে বিল্ডিং নির্মাণ করেছেন, তাকে আমি নোটিশ পাঠিয়েছি, ২১/৭/২০২৫ ইং তারিখে সকাল ১১ ঘটিকায় ইমারত নির্মানের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি সহ উভয় পক্ষ’কে
অত্রাফিসে উপস্থিত থাকার জন্য বলেছি,
নির্বাহী প্রকৌশলী আরোও বলেন আমি দলিলাদি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পৌর কর্তৃপক্ষের নোটিশ স্বপন কুমার দাশ, পীং- মৃত কাশী চন্দ্র দাশ, মেম্বার পাড়া, ৮নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা। তাং-১৯/০৫/২০২৫ ইং এর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জনাব স্বপন কুমার দাশ, পীং- মৃত কাশী চন্দ্র দাশ, মেম্বার পাড়া, ৮নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা এর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত পূর্বক দেখা যায় যে, আপনি (জনাব দিলীপ পাল, পিতা- মৃত ক্ষিরোদ পাল সাং- মেম্বার পাড়া, ৮নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা) বিল্ডিং কোড অনুসরণ না করে ইমারত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। যাহা বিধি সম্মত নহে এবং স্থানীয় সরকার পৌরসভা আইন (২০০৯) বিধি ৩৫নং ধারা মোতাবেক ইমারত নির্মাণ (পূণঃ নির্মাণ) আইনের পরিপন্থী।
এমতাবস্থায়, নির্মাণাধীন কাজ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রেখে চলমান ইমারত নির্মানের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি সহ উভয় পক্ষ’কে আগামী ২১/০৭/২০২৫ ইং তারিখে সকাল ১১.০০ ঘটিকায় অত্রাফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল