আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
রবিবার (১০ আগস্ট ২০২৫) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
সভায় দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন ও প্রতিরোধমূলক ব্যবস্থা, জননিরাপত্তা, সেবা উন্নয়ন পরিকল্পনা ও
সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে করণীয় বিষয়ে
সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত, কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।