আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
মো: ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী সংবাদদাতা:-
২৪ জুলাই, শহীদের স্মরণে নোয়াখালীর সেনবাগের
৫নং অর্জুনতলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ১০ আগষ্ট রবিবার সকালে হাজী আলী আকবর আলিম মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁচুয়া হাজী আলী আকবর আলিম মাদ্রাসার সভাপতি লায়ন জসিম উদ্দিন ও অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন খান সাধন।
এছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ এবং শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।##