আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ খসরুনোমান সংগ্রাম, বেনাপোল প্রতিনিধিঃ-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে। মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৯৭০ গ্রাম ওজনের স্বর্ণ, ৩টি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংকসহ তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃতদের প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর-বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।
আটককৃতরা হলেন—মো. আবু সাঈদ (২৭) ও মো. মহিনুর রহমান (৩১), উভয়ের বাড়ি যশোর জেলার শার্শা থানার ধান্যখোলা ইউনিয়নের ঘিবা গ্রামে।
উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৪১ লক্ষ ৮৩ হাজার ৩৪০ টাকা এবং অন্যান্য জব্দকৃত মালামালসহ মোট সিজার মূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ৪২ লক্ষ ১৬ হাজার ৮৪০ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্তে চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”