আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
মো: ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,
নোয়াখালী সংবাদদাতা:-
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিপুল পরিমাণ অস্ত্র সহ আটক নিজাম মাঝি। তিনি চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের বাসিন্দা মৃত আজিজুল হকের বড় ছেলে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, প্রথমে বাংলা বাজার মাছঘাট এলাকা থেকে নিজামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার মালিকানাধীন মাছের আড়তে তল্লাশি চালিয়ে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি বগি দা এবং ২৯টি হাতবোমা জব্দ করা হয়।
কোস্টগার্ড আরও জানায়, দীর্ঘদিন ধরে নিজাম মাঝি ওই ঘাট এলাকায় মাছের ব্যবসার আড়ালে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলা বাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন কিরণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য ব্যবসায়ীরা।
আটককৃত নিজাম মাঝির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তা। আটক নিজাম মাঝি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের বাসিন্দা মৃত আজিজুল হকের বড় ছেলে।
আটককৃত নিজাম মাঝির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তা।