আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি ॥
“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিত অংশিদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষ্যে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির সূচনা, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও বিভাগীয় পতাকা উত্তোলন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম। এরপর বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করা হয় এবং জেলা প্রশাসকের নেতৃত্বে যুব র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম এর সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মোঃ একরামুল হক আবির, এনসিপি শ্রমিক উইং এর কেন্দ্রীয় সদস্য মোঃ রেজাউল ইসলাম রেজা।
এছাড়াও প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অনন্যা রায়, মোঃ হারুন-অর-রশিদ, মাহামুদুন নবী, সাবিহা সুলতানা, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি অরবিন্দ সিলভেস্টার গমেজ। এছাড়াও প্রশিক্ষিত সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠক ২ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে সদর উপজেলা কার্যালয় কর্তৃক ৫ জনকে যুব ঋণের চেক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি ধন্যবাদ জ্ঞাপন করেন যুব উন্নয়ন অদিধপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মুনির শাহনাজ চৌধুরী কেয়া ও মোস্তাফিজুর রহমান রুপম।
অপরদিকে বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অপরদিকে অনুষ্ঠানের শুরুতে উপস্থিত জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর, সম্মানীত অতিথিবৃন্দসহ সকলকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন।