আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি ” খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,মেয়াদউত্তীর্ণ খাদ্য সংরক্ষণ ও বিক্রয়,নির্দিষ্ট পরিমাপের থেকে বেশি ওজনের প্যাকেট ব্যবহার এবং মূল্য তালিকা না থাকার অপরাধে যাদব ঘোষ ডেয়ারীর মিষ্টান্ন তৈরির কারখানার সত্বাধিকারী ব্রজেন্দ্র ঘোষকে ১০হাজার টাকা অর্থদন্ড প্রদানসহ জব্দকৃত মালামাল বিনষ্ট করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তাকে এ দন্ডাদেশ প্রদান করেন।
আদালতের প্রসিকিউশন অফিসার হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় আদালত তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯/৮, ৫৭, ০২, ৫৬ ধারায ধারা মোতাবেক ১০,০০০/=(দশ হাজার) টাকা জরিমানা আদায় করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেশকার তুহিন, আনসার সদস্যবৃন্দ ও হিরম্ময়।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।